নতুন কর্মসূচি ঘোষণা করবেন এরশাদ : বাবলু


প্রকাশিত: ০১:৩০ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৪

আগামী ১ জানুয়ারির মহাসমাবেশ থেকে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ লড়াই সংগ্রামের নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু। রোববার যাত্রাবাড়ীর নুর কমিনিউটি সেন্টারে জাতীয় ভ্যান শ্রমিক ও মালিক পার্টি আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, সুদৃঢ় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও অর্থনীতির মুক্তির জন্য জাতীয় পার্টির লড়াই অব্যাহত রয়েছে।

তিনি বলেন, নতুন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যদিয়ে জাতীয় পার্টি আগামী দিনের আন্দোলনে রাজপথ দখলে রাখবে এবং ক্ষমতার নিয়ামক শক্তি হিসাবে জাতীয় পার্টি নতুন করে ঘুরে দাঁড়াবে।

সংগঠনের সভাপতি মাহতাব উদ্দিন মজুমদারের সভাপতিত্ব অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা- ৪ আসনের এমপি ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহবায়ক সৈয়দ আবু হোসেন বাবলা, সদস্য সচিব জহিরুল আলম রুবেল, শ্রমিক পার্টির সভাপতি শাহআলম তালুকদার, যাত্রাবাড়ী থানার সভাপতি তুহিনুর রহমান নুরু হাজী, এম.এ. সোবহান ও আক্তার দেওয়ান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।