মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী বাদাবির মৃত্যু, জামায়াত আমিরের শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৫ এএম, ১৭ এপ্রিল ২০২৫

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমাদ বাদাবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৬ এপ্রিল) এক শোকবাণীতে তিনি বলেন, গত ১৪ এপ্রিল মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমাদ বাদাবি স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে কুয়ালালামপুরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে মালয়েশিয়ার রাজনৈতিক ইতিহাসের এক শান্তিপ্রিয় অধ্যায়ের অবসান হলো। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, ২০০৩ সালে প্রবীণ নেতা মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর আব্দুল্লাহ আহমাদ বাদাবি মালয়েশিয়ার পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে আবদুল্লাহ দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেন এবং প্রযুক্তি ও অর্থনীতিনির্ভর মধ্যপন্থি ইসলামের পক্ষে অবস্থান নেন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল জোট দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারালে এর এক বছর পর ২০০৯ সালে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান।

শোকবাণীতে তিনি বলেন, মি. আবদুল্লাহ একজন শান্তিপ্রিয় নেতা ছিলেন। তিনি মালয়েশিয়ার স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য বিরাট অবদান রেখে গিয়েছেন। আমি আমার নিজের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ তার জীবনের সব নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। তার পরিবার, আত্মীয়-স্বজন এবং শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

এএএম/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।