ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস পেলো না বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৪ পিএম, ২৪ মে ২০২৫

ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবির বিষয়ে প্রধান উপদেষ্টা কাছ থেকে কোনো আশ্বাস পাইনি বিএনপি।

শনিবার (২২ মে) রাত ১০টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় ৫০ মিনিট স্থায়ী বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সদস্যরা ‘যমুনা’ থেকে বেরিয়ে এসে এসব কথা বলেন।

নির্বাচনের রোডম্যাপের বিষয়ে কোনো আশ্বাস পেয়েছেন কি না জানতে চাইলে বিএনপির প্রতিনিধি দলের সদস্য সালাহ উদ্দিন বলেন, ‘স্পেসিফিক কোনো রকমের এ রকম কথা হয় নাই, উনি (প্রধান উপদেষ্টা) স্পেসিফিক কিছু জানান নাই।’

‘আমরা আমাদের দাবিগুলো উনাকে লিখিতভাবে জানিয়ে এসেছি। হয়তবা উনারা প্রেসের মাধ্যমে জানাবেন।’

আপনারা আলোচনায় সন্তুষ্ট কি না জানতে চাইলে সালাহ উদ্দিন বলেন, ‘এখনই প্রতিক্রিয়া জানানোর দরকার নেই। উনারা প্রেস প্রতিক্রিয়া জানালে আমরা পরে জানাব।’

কেএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।