জাতীয় ঐক্য ধরে রাখতে শিবিরের সপ্তাহব্যাপী অনলাইন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ২৫ মে ২০২৫

জাতীয় ঐক্য ধরে রাখতে ২৪-৩০ মে পর্যন্ত সপ্তাহব্যাপী অনলাইন ক্যাম্পেইন ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার (২৫ মে) সংগঠনটির প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য উল্লেখ করে বলা হয়, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দিনগুলো স্মরণ করে ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া। এ উপলক্ষে ছাত্রশিবির সব শ্রেণি-পেশার মানুষকে জুলাইয়ের স্মৃতিচারণামূলক লেখনি, বক্তব্য, ছবি, ভিডিও এবং অন্যান্য কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় প্রচার করে ক্যাম্পেইনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে।

এতে আরও বলা হয়, এরই মধ্যে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে করণীয় নির্ধারণে আলোচনাও চলমান। ছাত্রশিবির মনে করে, জুলাইয়ের স্মৃতি রোমন্থন পুনরায় জাতিকে আসন্ন সংকট নিরসনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে অনুপ্রেরণা জোগাবে।

এএএম/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।