ধানমন্ডির ঘটনা প্রসঙ্গে

হান্নান মাসউদের ভুল স্বীকার, বললেন পুনরাবৃত্তি হবে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৬ পিএম, ২৯ মে ২০২৫
আবদুল হান্নান মাসউদ/ফাইল ছবি

দলীয় কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, আগামীতে ভুলের পুনরাবৃত্তি হবে না।

বৃহস্পতিবার (২৯ মে) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর ধানমন্ডিতে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিসহ তিনজনকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।

ওই ঘটনা সমালোচনার জন্ম দেয়। পরে এনসিপির পক্ষ থেকে হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এনসিপির বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আব্দুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়েছিল। উল্লিখিত তিন কার্যদিবসের মধ্যে তিনি নোটিশের লিখিত ও মৌখিক জবাব ‘রাজনৈতিক পর্ষদ’ এর নিকট পেশ করেন। নোটিশে উল্লিখিত কর্মকাণ্ডে ভুল ছিল বলে তিনি স্বীকার করেন এবং আগামীতে এ ধরনের ভুলের পুনরাবৃত্তি হবে না মর্মে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এতে আরও বলা হয়, পাশাপাশি থানায় আটক ব্যক্তিদের কর্মকাণ্ডের সঙ্গে ওনার সম্পৃক্ততা ছিল না বলে প্রমাণসাপেক্ষে প্রতীয়মান হওয়ায় রাজনৈতিক পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক তার ওপর আরোপিত কারণ দর্শানো নোটিশ এতদ্বারা প্রত্যাহার করা হলো।

এনএস/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।