২১ জুন ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ৩১ মে ২০২৫
ফাইল ছবি

আগামী ২১ জুন ঢাকায় মহাসমাবেশ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওই দিন মহাসমাবেশ করার জন্য ডিএমপির কাছে আবেদনও জানিয়েছে দলটি।

শনিবার (৩১ মে) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ২১ জুন মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছি। তবে এখনো সবকিছু ঠিক হয়নি। সব ঠিক হলেই আমরা জানিয়ে দেবো।

জানা গেছে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ হতে পারে। সমাবেশ থেকে একটি বড় বার্তা ও অবস্থান দেখাতে চায় দলটি।

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে ঢাকার বাইরে বড় সমাবেশ করলেও ঢাকায় বড় সমাবেশ করেনি দলটি।

এএএম/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।