রায়কে আওয়ামী লীগের অভিনন্দন


প্রকাশিত: ০৭:৫১ এএম, ৩০ ডিসেম্বর ২০১৪

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রায়কে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ। এ রায়ের মধ্য দিয়ে জাতীর প্রত্যাশা পূরণ হয়েছে বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়।

রায়ের পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এটা প্রত্যাশিত রায়। জাতীর প্রত্যাশা অনুযায়ী এ রায় হয়েছে। এ রায়ের মধ্য দিয়ে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা আরেকধাপ এগিয়ে গেলো।

হানিফ বলেন, একাত্তরে যারা মানবতাবিরোধী অপরাধ করেছিল, তাদের মধ্যে আজহারুল ইসলাম অন্যতম। আদালতে তা প্রমাণিত হয়েছে।

এদিকে, রায়ের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ রায়কে অভিন্দন জানিয়ে বলেন, রায়ের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এ রায়কে অভিনন্দন ‍জানাই।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে এ রায় ঘোষণা করেন চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে ৩ সদস্যের ট্রাইব্যুনাল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।