ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় জামায়াতের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০০ এএম, ২৪ জুন ২০২৫
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান/ফাইল ছবি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ‘গত ২১ জুন রাতে ইরানের ভূ-খণ্ডে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অতর্কিত হামলা চালিয়ে ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চরম লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক আইন, রীতিনীতি এবং জাতিসংঘ সনদের এটি সুস্পষ্ট অবমাননা।’

তিনি বলেন, ‘এ হামলা অযৌক্তিক, অবৈধ ও আগ্রাসী। এর ফলে গোটা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে, যা বিশ্বশান্তির জন্য হুমকিস্বরূপ।’

জামায়াত আমির বলেন, ‘সম্প্রতি মার্কিন সিনেট ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড নিজেই বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। অথচ সেই অজুহাতেই ইরানের ওপর হামলা চালানো হয়েছে। এটি মিথ্যা তথ্যের ভিত্তিতে স্বাধীন রাষ্ট্রের ওপর সরাসরি হামলার দৃষ্টান্ত।’

‘এ আগ্রাসন বিশ্ববাসীকে হতবাক করেছে। এটি শুধু ইরান নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।’

বিবৃতিতে ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন বন্ধে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।’

এএএম/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।