ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১০ এএম, ২৪ জুন ২০২৫
জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল

 

কেন্দ্রীয় অফিসের সামনে নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিজ্ঞাপন

সোমবার (২৩ জুন) দিনগত রাত ১২টার রাজধানীর বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এটি শাহবাগে গিয়ে শেষ হয়।

তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে দলটির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মীদের ‘এনসিপি জিন্দাবাদ’, ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘হামলা করে সংস্কার, বন্ধ করা যাবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এর আগে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজন আহত হন। আহতরা হলেন- শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক শফিকুল ইসলাম, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব, ঢাকা মহানগর নেতা আসিফ উদ্দিন সম্রাট এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাজারীবাগ থানার সিনিয়র যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন।

এনএস/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।