বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিল, তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৬ এএম, ২৪ জুন ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিলকে সামনে রেখে সংগঠনটির নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

সোমবার (২৩ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় চারটি গুরুত্বপূর্ণ পদে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

সভাপতি পদে প্রার্থী হয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. রশিদুল ইসলাম (রিফাত রশীদ), সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. জাকির হোসেন (মঞ্জু)।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইব্রাহীম নিরব,‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক বিশেষ সেলের সেল সম্পাদক মো. ইনামুল হাসান (হাসান ইনাম) এবং ঢাকা মহানগর শাখার আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন (মুন্না)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুঈনুল ইসলাম, খুলনা জেলা শাখার আহ্বায়ক তাসনিম আহমাদ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার সদস্য সচিব, মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

মুখপাত্র পদে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিনথিয়া জাহীন আয়েশা, ঢাকা মহানগর শাখার মুখপাত্র নুপুর আক্তার নোভা এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার আহ্বায়ক মো. লিখন হোসেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার লুৎফর রহমান, কমিশনার ওয়াহিদুজ্জামান এবং কমিশনার মুহাম্মদ রাকিব যৌথভাবে এ তালিকা স্বাক্ষর করে প্রকাশ করেন। ২৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এনএস/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।