গণঅভ্যুত্থানে শহীদ মুত্তাকিনের পরিবারের খোঁজ নিলেন তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ০৬ জুলাই ২০২৫

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ মুত্তাকিন বিল্লাহর পরিবারের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের পক্ষে পরিবারটির কাছে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার দুপুরে (৬ জুলাই) রাজধানীর টোলারবাগ এলাকার বাসায় মুত্তাকিনের অসুস্থ স্ত্রী নাঈমা এরিন নিতুর সঙ্গে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। তারেক রহমান এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক এবং রুহুল কবির রিজভী প্রধান উপদেষ্টা।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন— বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা আবুল কাশেম, সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’র সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, শাহাদাত হোসেন ও রুবেল আমিন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, বিএনপি নেতা শামীম মিয়া, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, যুবদলের মিরপুর থানার আহ্বায়ক শাকিল মোল্লা, ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মহান ও ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ মিসবাহ।

উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক কৃষিবিদ আলমগীর কবির, বাঙলা কলেজ ছাত্রদলের সভাপতি মোকলেছুর রহমান, শেকৃবি ছাত্রদল নেতা মিজবাউল আলম, বগুড়া স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ সেতুসহ স্থানীয় বিএনপির নেতারা।

কেএইচ/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।