উত্তরায় বিমান দুর্ঘটনা

নিহত শিক্ষার্থীদের কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২৪ জুলাই ২০২৫
নিহত তিন শিক্ষার্থীর কবর জিয়ারত করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর কবর জিয়ারত এবং তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৪ জুলাই) উত্তরা দিয়াবাড়ির তারারটেক এলাকায় অবস্থিত একটি পারিবারিক কবরস্থানে যান তিনি। সেখানে থাকা একই পরিবারের তিন শিক্ষার্থী- আরিয়ান, হুমায়রা ও বাপ্পির কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব।

কবর জিয়ারত শেষে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব এবং তাদের সান্ত্বনা জানান। একই সময় তিনি আরও দুই শহীদ জুনায়েদ ও শাহরিয়ারের কবরও জিয়ারত করেন।

এ সময় বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

এমএইচএ/এএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।