হেফাজত আমির বাবুনগরীর সঙ্গে হাত মেলালেন জামায়াত সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১৮ অক্টোবর ২০২৫
হেফাজতের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাক্ষাৎ

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে দোয়া বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১৮ অক্টোবর) জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারের নিজস্ব ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞ ও ২০২১ সালের মার্চ মাসে বিক্ষোভ কর্মসূচি কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডে শাহাদতবরণকারী শহীদ পরিবারের কাছে চেক বিতরণ অনুষ্ঠানের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে দেখা করেন এবং দোয়া বিনিময় করেন।

আরএএস/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।