ফলোআপের অংশ হিসেবে হাসপাতালে ভর্তি ডা. তাহের: জামায়াত সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫২ পিএম, ২১ অক্টোবর ২০২৫
ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের-ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের নিয়মিত চিকিৎসা-পর্যবেক্ষণের (ফলোআপ) অংশ হিসেবে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন এবং সুস্থ আছেন বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

সেখানে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জামায়াত সেক্রেটারি।

দলটির প্রচার বিভাগ সূত্রে জানা গেছে, বিগত দুই মাস থেকে কিছুটা অসুস্থতা বোধ করছেন আব্দুল্লাহ তাহের। প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘে সফরের সময়ও তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিয়েছেন। তারই ফলোআপ হিসেবে তিনি এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরএএস/এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।