তারেক রহমানের সঙ্গে হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিবের সাক্ষাৎ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে ও হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম-মহাসচিব জুনায়েদ আল হাবিব
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব জুনায়েদ আল হাবিব।
সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিট থেকে ৪টা ৪০ মিনিট পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
কেএইচ/এমএএইচ/এএসএম