বাসায় রিজভী


প্রকাশিত: ০৪:০৬ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে অ্যাপোলো হাসপাতাল থেকে বের হয়ে গেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।

বুধবার সকালে হাসপাতাল সূত্র তার না থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান বুধবার সকালে বলেন, ‘গতকাল (মঙ্গলবার) রাতে হাসপাতাল ছেড়ে বাসায় গেছেন রিজভী।’

রিজভী কখন ও কিভাবে গেছেন এবং কাউকে বের হওয়ার সময় অবহিত করেছেন কিনা হাসপাতাল সূত্র এমন প্রশ্নের কোনো উত্তর দেয়নি।

এ সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, ‘আমরা তাকে আটক বা গ্রেফতার করিনি। তিনি অসুস্থ ছিলেন। এ কারণে আমরা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। তিনি হাসপাতাল ছেড়েছেন, নাকি হাসপাতালে আছেন, তা আমরা জানি না।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।