স্বাস্থ্যের খোঁজখবর নিতে খালেদাকে অমিত শাহ’র ফোন


প্রকাশিত: ০৩:১৫ পিএম, ০৮ জানুয়ারি ২০১৫

অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে ফোন করেছিলে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রেসিডেন্ট অমিত শাহ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে টেলিফোন করলেও বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান।

মারুফ কামাল বলেন, টেলিফোন করে খোঁজ-খবর নেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারতের জনতা পার্টির প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন।

দেশ-বিদেশের আরও অনেকে টেলিফোন করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিচ্ছেন বলেও জানান তিনি। এছাড়া গত সোমবার পুলিশের ছোড়া পেপার স্প্রের কারণে অসুস্থ খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানান মারুফ কামাল।

উল্লেখ্য, ৫ জানুয়ারি সমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপের মধ্যে গত শনিবার রাত থেকে দলীয় কার্যালয়ে আটকে আছেন খালেদা জিয়া। এদিকে ৩ দিন পর খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের প্রধান ফটকের তালা খুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার খালেদা জিয়ার কার্যালয়ের প্রধান ফটকে গিয়ে দেখা গেছে সেখানে তালা নেই। তবে তালা কারা খুলেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।