শমসের মবিন চৌধুরী আটক


প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ০৮ জানুয়ারি ২০১৫

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে তাকে ডিওএইচএস`র বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার তথ্যটি নিশ্চিত করেছেন।

ডিবি’র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। শুক্রবার তাকে কোর্টে নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।