যানবাহনের ক্ষতিপূরণ দেবে সরকার : কামাল


প্রকাশিত: ১২:০৩ পিএম, ০৯ জানুয়ারি ২০১৫

অবরোধের কারণে মহাসড়কে কোন ক্ষয়ক্ষতি হলে পরিবহন মালিকদের ক্ষতিপূরণ দেবে সরকার।  শুক্রবার গাবতলীতে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানান।

মন্ত্রী বলেন, অবরোধের সময় রাস্তায় গাড়ি বের করতে হবে। এ সময় কোনো যানবাহন ক্ষতিগ্রস্ত হলে তাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাস, ট্রাকসহ সবধরনের যানবাহনই এর আওতাভুক্ত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।