বিএনপি নেতাদের সাথে কূটনীতিকদের বৈঠক


প্রকাশিত: ০৩:০১ পিএম, ১৫ জানুয়ারি ২০১৫

বিএনপির টানা অবরোধ আন্দোলনের মধ্যে দেশের চলমান অবস্থা নিয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিদেশি কূটনীতিকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের গুলশানের বাসভবনে কূটনীতিকরা এ বৈঠকে বসেন।

ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, স্পেন, নরওয়ে ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান ছাড়াও অন্যান্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও অবসরপ্রাপ্ত এয়ার কমোডর শফিকুর রহমান বৈঠকে রয়েছে বলেও জানা যায়।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।