দেশে অশান্তি বৃদ্ধি পাচ্ছে : এরশাদ


প্রকাশিত: ১১:৪৪ এএম, ১৭ জানুয়ারি ২০১৫

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধের কারণে দেশের ভেতর অশান্তি বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার বিকেলে কাকরাইলের দলীয় কার্যালয়ের সামনে ‘শান্তি সমাবেশে’ তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের চলমান অবরোধে দেশের ২৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। দেশের কলকারখানা বন্ধ হয়ে গেছে। শ্রমিকরা কাজ পাচ্ছে না। মানুষ দিন দিন বেকার হয়ে যাচ্ছে। দেশের ভেতর অশান্তি বৃদ্ধি পাচ্ছে।

এরশাদ আরো বলেন, আমি আগেই বলেছিলাম, দেশ সহিংসতার দিকে চলে যাচ্ছে। আমি আলোচনার কথা বলছিলাম, আমার কথা কেউ শোনেনি। দেশের পরিস্থিত এমন হত না, যদি অতীতে আমার কথা শোনা হত।

এ সময় শান্তি ফিরিয়ে আনার জন্য রাজনৈতিক দলগুলোকে আলোচনার আহবান জানান তিনি।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, মানুষ পুড়িয়ে ক্ষমতায় যাওয়া যায় না। ক্ষমতায় যাওয়া যায় মানুষের ভালোবাসা নিয়ে। ক্ষমতায় যাওয়ার জন্য কত লাশের প্রয়োজন আপনাদের? ভাগ্য পরিবর্তনের নাম করে মানুষ পুড়িয়ে মারছেন, একি রাজনীতি?

শান্তি সমাবেশে নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ২৪ বছর আগে শান্তির জন্য ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। আপনারা ঘরে বসে থাকলে হবে না, এর প্রতিবাদ করতে হবে।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।