অবরোধের নামে মানুষ হত্যা করছেন খালেদা জিয়া


প্রকাশিত: ০২:১০ পিএম, ১৭ জানুয়ারি ২০১৫
ফাইল ফটো

বেগম খালেদা জিয়া ঘরে বসে অবরোধ কর্মসূচির নামে মানুষ হত্যা করছেন বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। শনিবার নারায়নগঞ্জের বন্দর এলাকায় সোনাকান্দায় নৌ বাহিনী পরিচালিত ডক ইয়ার্ড ও ইঞ্জিনিয়ারর্স লি: এর পূর্নাবাসন করা রো রো ফেরী এম ভি কেরামত আলীর সনদ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বেগম জিয়া মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন। বিশ্ব এজতেমার সময় তিনি অবরোধ কর্মসূচী দিয়ে লাখ লাখ মুসলমানকে ধর্ম পালন করত বাধা দিচ্ছেন। তাই তিনি ধর্মের শত্রু, রাজনীতির শত্রু সর্বোপরি তিনি দেশের শত্রু।

শাজাহান খান বলেন, কোন বিরোধী দল গণতান্ত্রিক দেশে আন্দোলনের নামে মানুষ হত্যা করছে বিশ্বে এমন কোন নজীর নেই। অথচ খালেদা জিয়া তাই করছে।

নৌপরিবহন মন্ত্রী বলেন, দেশের সব ঘাট নয় ১১টি ঘাট ইজারাদার মুক্ত করা হবে।

এময় মন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, ফেরী কেরামত আলীকে শিমুলিয়া-কাওরাকান্দি রুটে এবং ড্রেজারটি ঘসিয়াখালী-মংলা নৌ রুটে ড্রেজিং এর জন্য দেয়া হবে।

২০১৪ সালের মার্চ মাসে বিআইডব্লিউটিসি ফেরী ‘কেরামত আলী’ মেরামতের জন্য বাংলাদেশ নৌ বাহিনীর ডক ইয়ার্ডের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। নৌ বাহিনীর ডক ইয়ার্ড কর্তৃপক্ষ ১০ মাসের মধ্যে মেরামত করে শনিবার নৌ পরিবহন মন্ত্রীর কাছে ফেরীটি হস্তান্তর করেন। এটি মেরামতের জন্য ব্যয় হয়েছে ১১ কোটি ৬ লাখ টাকা। ফেরীটি হস্তান্তরের পর মন্ত্রী ফেরীটি উদ্বোধন করেন একই সাথে তিনি বেসরকারি প্রতিষ্ঠান এস এস রহমানের ক্রয় করা একটি ড্রেজার উদ্ধোধন করেন। ড্রেজারটি ক্রয় করা হয়েছে ২৫ কোটি টাকায়।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।