আলোচনা হবে নির্বাচন কমিশনের সঙ্গে : নাসিম


প্রকাশিত: ০২:৪০ পিএম, ১৭ জানুয়ারি ২০১৫

বিএনপি নয় যদি আলোচনা হয় তবে তা হবে নির্বাচন কমিশনের সঙ্গে। শনিবার বিকেলে রংপুরের মিঠাপুকুরে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

খালেদা জিয়াকে খুনি আখ্যা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি নিজেকে অবরুদ্ধ রেখে হুকুম দিচ্ছেন। তার হুকুমে সন্ত্রাসীরা নিরীহ মানুষ হত্যা করছে। আগুন জালিয়ে সম্পদ ধ্বংস করছে। একের পর পর বোমাবাজি হচ্ছে। এনজিও কর্মী, ট্যাক্সি চালক, রিকশা চালক, সাধারণ মানুষ অগ্নিদগ্ধ হয়ে যন্ত্রনায় ছটফট করছে। এরা সাধারণ মানুষ। এরা আওয়ামী লীগও করে না বিএনপিও করেনা । তাদের কি অপরাধ ছিল।

৫ জানুয়ারির নির্বাচনকে সার্টিফাই করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৫ জানুয়ারি ভালো নির্বাচন হলে হয়তো ৮০ ভাগ ভোট পড়তো। প্রিসাইডিং অফিসার মারা গেছে। তারপরেও ৪৫ ভাগ মানুষ ভোট দিয়েছে। সেই নির্বাচন যদি শেখ হাসিনার নেতৃত্বে না হতো তাহলে আজকে দেশে থাইল্যান্ডের মতো মার্শাল ল হতো।

মন্ত্রী বলেন, আপনি আন্দোলনের ডাক দেন। কিন্তু আপনার কর্মী আসেন না। নেতা আসে না। আপনি সেনাপতি। একা। আপনার কর্মী নেতারা  সব মারা গেছেন। এখন মাঠে গুন্ডা টোকাই নামিয়েছেন। তাই খালেদা জিয়া আপনার বিচার হবে।  সে বিচার দেশের জনগন করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।