খালেদা জিয়াকে মুক্তির আহবান বিশিষ্ট ব্যক্তিদের


প্রকাশিত: ০৩:০২ পিএম, ১৭ জানুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার গুলশান কার্যালয়ে ঘিরে রাখাকে সরকারি অবরোধ আখ্যা দিয়ে তা দ্রুত তুলে নেয়ার আহবান জানিয়েছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক, সাংবাদিক ও পেশাজীবী ব্যক্তিরা। শনিবার বিশিষ্ট গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহবান জানান তারা।

বিবৃতিতে জানানো হয়, আজ দেশের গণতন্ত্র অবরুদ্ধ। রুদ্ধ সংস্কৃতি আর রাজনৈতিক অঙ্গন সঙ্কটাপন্ন। এ পরিবেশের দ্রুত অবসান চায় জনগণ। এখন দেশে যে সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা অপ্রত্যাশিত।

এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারকে শিগগিরই সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার আহবান জানিয়েছেন। আলোচনার মাধ্যমেই সমাধানের গ্রহণযোগ্য পথ বেরিয়ে আসবে বলেও মনে করেন এ বিশিষ্ট ব্যক্তিগণ।

বিবৃতিদাতারা হলেন- অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ (সাবেক ভিসি), অধ্যাপক আনোয়ার উল্লাহ্ চৌধুরী (সাবেক ভিসি), মস্তাহিদুর রহমান (সাবেক ভিসি), অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার,  ডঃ খলিলুর রহমান (সাবেক ভিসি), অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকি (সাবেক ভিসি), অধ্যাপক রফিকুল ইসলাম (সাবেক ভিসি), অধ্যাপক এম আমিনুল ইসলাম (সাবেক ভিসি), অধ্যাপক আলতাফ হোসেন (সাবেক ভিসি), ডাঃ গাজী আব্দুল হক, মসলেউদ্দিন আহমেদ (সাবেক ভিসি), শওকত মাহমুদ (সভাপতি, বিএফইউজে), রুহুল আমিন গাজী (ভারপ্রাপ্ত আহ্বায়ক, সম্মিলিত পেশাজীবী পরিষদ), অধ্যাপিকা তাজমেরি এস ইসলাম, অধ্যাপক ডাঃ সাইফুল ইসলাম, অধ্যাপক ডাঃ এ এস এম রায়হান, অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, চলচিত্রকার আমজাদ হোসেন, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, এম এ আজিজ (মহাসচিব, বিএফইউজে), কামাল উদ্দিন সবুজ (সভাপতি, জাতীয় প্রেসক্লাব), সৈয়দ আবদাল আহমদ (সাধারণ সম্পাদক, জাতীয় প্রেসক্লাব), কবি আব্দুল হাই সিকদার (সভাপতি, ডিইউজে), জাহাঙ্গির আলম প্রধান (সাধারণ সম্পাদক, ডিইউজে), চলচিত্র নায়ক উজ্জল, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক ফেরদৌস হাসান, ডাঃ এ কে এম আজিজুল হক, ডাঃ শহিদ হাসান, ডাঃ  আকরামুল্লাহ সিকদার, প্রফেসর ডাঃ ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ডাঃ সিরাজুদ্দিন আহমেদ।

বিবৃতিদাতাদের মধ্যে অন্যান্যরা হলেন- অধ্যাপক ডাঃ মুস্তাক রহিম স্বপন, অধ্যাপক ডাঃ রফিকুল কবির, ডাঃ এম এ মাজেদ, অধ্যাপক ডাঃ কায়েস ভুইয়া, অধ্যাপক ডাঃ মান্নান মিয়া, অধ্যাপক ডাঃ আব্দুল কুদ্দুস, অধ্যাপক ডাঃ মবিন খান, অধ্যাপক ডাঃ সালাম, বাবুল আহমেদ (অভিনেতা), চিত্রনায়ক হেলাল খান, ছড়াকার আবু সালেহ, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম, এম এ মালেক (সংগঠক), রাহিজা খানম ঝুনু (নৃত্য পরিচালক), কণ্ঠশিল্পী  ফরিদা পারভিন, চিত্রপরিচালক হাফিজ উদ্দিন, চিত্রপরিচালক শেখ নজরুল, কণ্ঠশিল্পী বেবি নাজনিন, কণ্ঠশিল্পী কনক চাঁপা, কণ্ঠশিল্পী মনির খান, কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন, কণ্ঠশিল্পী রবি চৌধুরী, কণ্ঠশিল্পী দিলরুবা খান, কণ্ঠশিল্পী হাসান চৌধুরী, কণ্ঠশিল্পী বাদশা বুলবুল, কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার, আরিফ দেওয়ান বয়াতি, কণ্ঠশিল্পী আব্দুল মান্নান রানা, চিত্রনায়িকা সিমলা, চিত্রনায়িকা সোহানা, রিনা খান, অভিনেতা সিরাজ হায়দার, অভিনেতা শিবা সানু, অভিনেতা ডন, অভিনেতা আব্দুল আজিজ, সঙ্গীত পরিচালক মইনুল হোসেন, সঙ্গীত পরিচালক আহমেদ কিসলু, কণ্ঠশিল্পী নাসির, পিয়াল হাসান কণ্ঠশিল্পী, রেখা, চিত্রপরিচালক মুস্তাফিজুর রহমান বাবু, চিত্রপরিচালক বদরুল আলম খোকন, চিত্রপরিচালক শেখ দিদার, চারু শিল্পী সৈয়দ লুতফুল হক, চারু শিল্পী  রস্তম আলী ও চারু শিল্পী  এফ এম আনিস।

এমএম/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।