দলের সিনিয়র নেতাদের সাথে বৈঠক ডেকেছেন খালেদা
চলমান পরিস্থিতিতে পরবর্তী করণীয় ঠিক করতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
গুলশান অফিসের একটি সূত্র এ তথ্যটি নিশ্চিত করেছেন। গত ৩জানুয়ারি রাত থেকেই নিজ কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন খালেদা জিয়া। ফলে টানা ১৭ দিন দলের সিনিয়র নেতাদের সাথে কথা বলার সুযোগ পাননি তিনি। গতরাতে নিরাপত্তা পুরোপুরি শিথিল করে কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত পুলিশ প্রত্যাহার করার কারনে তিনি এই বৈঠক ডেকেছেন বলে জানিয়েছে সূত্রটি।