শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ডেকেছে ছাত্রদল


প্রকাশিত: ০২:৩৭ এএম, ২০ জানুয়ারি ২০১৫

দলের নেতাদের হত্যা, গুম, গ্রেফতার এবং শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস, চাদাবাজি, দখলদারিত্বের প্রতিবাদে এবং অবরুদ্ধ গনতন্ত্র পুনরুদ্ধার ও গনমানুষের ভোটের অধিকার পুন:প্রতিষ্ঠার দাবিতে ২১ ও ২২শে জানুয়ারী বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাত্নকভাবে  ২১ ও ২২শে জানুয়ারী ছাত্র ধর্মঘট পালনের আহবান জানিয়েছেন।

সোমবার রাত ১০ টায় ছাত্রদলের দফতর সম্পাদক মো: আব্দুস সাত্তার পাটওয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।

এমএম/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।