ব্যাপক নাশকতার পরিকল্পনা শিবিরের


প্রকাশিত: ০৬:০৫ এএম, ২১ জানুয়ারি ২০১৫

রাজধানীতে ব্যাপক নাশকতার পরিকল্পনা করেছিল শিবির। এ জন্য বাইরে থেকে নাশকতার সরঞ্জাম ও লোকজন এনেছিল তারা। বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান জোনের ডেপুটি কমিশনার (ডিসি) খন্দকার লুৎফুল কবির।

বুধবার সকাল সোয়া ৯টায় বনানী থানায় সাংবাদিকদের খন্দকার লুৎফুল কবির বলেন, শিবির নাশকতার জন্য বিভিন্ন দাতা ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে। তাদের কাছ থেকে জানুয়ারি মাসে আদায় করা এক লাখ ৫ হাজার ১`শ টাকা উদ্ধার করেছে পুলিশ।

তিনি বলেন, নাশকতার জন্য সর্বোচ্চ যে শাস্তি হওয়া দরকার তাই হবে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য সংবাদকর্মীদের বিস্তারিত জানানো হবে।

এর আগে বুধবার ভোরে বনানী থানা শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ৫ শিবির নেতাকর্মীকে আটক করে পুলিশ। এ সময় ১৩০টি ককটেল, ৩ কেজি গান পাউডার ও ২ লিটার পেট্রোলসহ উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।

আটককৃতরা হলেন বনানী থানা শিবির সভাপতি মোস্তাফিজুর রহমান, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে এলএলবি (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র জয়নাল আবেদীন, ঢাকা পলিটেকনিকের আর্কিটেকচার বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আরিফুজ্জামান আরিফ, উচ্চ মাধ্যমিকের ছাত্র খালিদ সাইফুল্লাহ, সরকারি তিতুমীর কলেজের ইংরেজি শেষ বর্ষের ছাত্র আতিয়ার রহমান।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) শেখ শাহীনুর রহমান জানান, উর্ধ্বতন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।