চলাচলে ব্যবস্থা নেবে সরকার : কাদের


প্রকাশিত: ১০:৫২ এএম, ২১ জানুয়ারি ২০১৫

দেশের দূরপাল্লার যানচলাচল স্বাভাবিক করতে সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, সড়কপথে যেসব সহিংসতা চলছে এতে পরিবহন মালিকরা দূরপাল্লার গাড়ি চলাচলে ভীত নয়।

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২য় কাচপুর, মেঘনা ও গোমতী সেতু নির্মাণে দরপত্র আহ্বান বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন, দরপত্র আহ্বান করা হয়েছে। কাজ শুরু হবে নভেম্বর থেকে।

দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মন্ত্রী বলেন, আন্দোলন বলতেই এখন সহিংসতা ও নাশকতা। ফলে দূরপাল্লার গাড়ি ছাড়তে কেউ কেউ দ্বিধাগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে আমি নেতৃবৃন্দের সাথে বসে আলোচনা করবো। এবং ব্যবস্থাগ্রহণ করবো কিভাবে পর্যাপ্ত নিরাপত্তার মধ্যদিয়ে দূরপাল্লার যানবাহন চালনো যায়।

এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।