মিনু-বুলবুল-নাদিমের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ১১:২৯ এএম, ২৩ জানুয়ারি ২০১৫

বিজিবি পাহারার গাড়িবহরে হামলা ও তাণ্ডবের ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফার বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাত ২টার দিকে বোয়ালিয়া থানায় উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, এ মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের আট নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।
 
তিনি জানান, বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা যৌথভাবে বৃহস্পতিবার দুপুরে দড়িখরবোনা এলাকায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ও দোকানপাটে ভাঙচুর এবং নাশকতা চালায়।

এর আগে গত সোমবার রাতে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় মেয়র বুলবুলকে আসামি করা হয়। বৃহস্পতিবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাহারায় পণ্যবাহী গাড়িবহরে হামলা করেন দুবৃবত্তরা। এতে পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একজন চালক আহত হন। প্রতিরোধ করতে গেলে আহত হন দুই ভাই। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-এএইচ

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।