গুলশানে শ্রমিকদের কর্মসূচিতে ছাত্রলীগ
সারাদেশে জ্বালাও পোড়াও ও সহিংসতার প্রতিবাদে গুলশান-২ চত্বরে আয়োজিত গাড়ী চালক ও শ্রমিকদের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছে ছাত্রলীগ। শুক্রবার দুপুরে ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুল হক রানার নেতৃত্বে অর্ধশত ছাত্রলীগ কর্মী এই কর্মসূচিতে অংশ নেন।
সরেজমিনে দেখা গেছে, ছাত্রলীগ নেতা রানার নেতৃত্বে ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা শ্রমিকদের এই আন্দােলনে অংশ নিয়েছেন। ছাত্রলীগ কর্মীদেরকে অবস্থানরত গাড়ী চালক ও শ্রমিকদেরকে বিভিন্নভাবে সহযোগীতা করতে দেখা গেছে।
কর্মসূচিতে ছাত্রলীগ সংহতি জানাতে এসেছে কিনা এমন এক প্রশ্নের জবাবে আজিজুল হক রানা জানান, আমরা শুধু দেখতে এসেছি।
এদিকে জুমার নামাজের পর থেকে বিরামহীনভাবে গুলশান চত্বরে চলছে গাড়ী চালক ও শ্রমিকদের বিভিন্ন কমর্সূচি। কর্মসূচির মধ্যে রয়েছে গান পরিববেশন, প্রতিবাদী বক্তব্য ও নৃত্য পরিবেশন।
দুপুরের পর থেকে আয়োজিত সমাবেশ চলমান সহিংসতা বন্ধ না করলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশান কার্যালয় থেকে বের করে এনে জনসম্মুখে বিচার করা হবে বলে বক্তারা হুমকি দেন। তাদের এই অবস্থান কর্মসূচি সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত চলবে বলেও শ্রমিক নেতারা জানান।
এমএম/এএইচ/পিআর