শহীদ মিনারে ছাত্রদলের মিছিল


প্রকাশিত: ১০:৫০ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৫

চলমান অবরোধ ও হরতালের সমর্থনে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার দুপুরে তারা এই কর্মসূচি পালন করেন।

বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলার প্রতিবাদ ও অবরোধ সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ বেলা ১১.৩০ ঘটিকায় শহীদ মিনার থেকে টি এস সি আভিমুখে কেন্দীয় সংসদের সহ সভাপতি আলমগীর হাসান সোহান এর নেতৃত্বে একটি মিছিলবের হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি শিববাড়ী মোড় পৌছালে পুলিশি ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। তবে এসময় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ কাউকে আটক করেনি।

ছাত্রদলের সহ সভাপতি আলমগীর হাসান সোহানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রনেতা রজিবুল ইসলাম, মোঃ ইমরান হোসেন, হাফিজুর রহমান, আল ইমরান রিপন,পার্থ দেব মন্ডল, শামীম ইকবাল রিংকু, আনিসুর রহমান শামীম,দিদারুল আলম বাবু, সাইফুজ্জামান, এম এম মুসা, শফিকুল ইসলাম, হারুনুজ্জামান, আখতারুজ্জামান, তৌহিদ, রঞ্জু, হাসান প্রমূখ।

এমএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।