পদত্যাগ করলেই অবরোধ প্রত্যাহার : হাফিজ


প্রকাশিত: ১১:১৯ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সরকার পদত্যাগ করে নির্বাচনের তারিখ ঘোষণা করলেই আলোচনা ও অবরোধ প্রত্যাহারের বিষয়ে ২০ দলীয় জোট সিদ্ধান্ত নেবে। শুক্রবার বিকেলে রাজধানীর বনানীতে নিজ বাসায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হাফিজ বলেন, বর্তমান অবৈধ সরকার ২০ দলীয় জোটের দাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগের ঘোষণা দেবে। মধ্যবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত ২০ দলের ডাকা অবরোধ চলবে বলেও জানান তিনি।

এমএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।