সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বপ্ন অর্জিত হয়নি : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদী আগুন সন্ত্রাসী ও সাম্প্রদায়িক শক্তির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বপ্ন আজও অর্জিত হয়নি। বঙ্গবন্ধুর নেতৃত্বে ’৭১-এর মহাযুদ্ধে আমরা লড়াই করেছি এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য। সেই সাধের স্বপ্ন সমাজ আমরা এখনো অর্জন করতে পারিনি। এটা সম্ভব হয়নি জঙ্গিবাদী, আগুন সন্ত্রাসী ও সাম্প্রদায়িক শক্তির জন্য।
রোববার বিকেলে রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে কৃপাশরণ মহাস্থবিরের ১৫০তম জন্মজয়ন্তী জাতীয় উদযাপন পরিষদ আয়োজিত ‘কৃপাশরণ মহাস্থবির : জীবন ও কর্ম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, যার নিজের ধর্মের উপর বিশ্বাস আছে, সে কখনো অন্যের ধর্মের উপর হামলা করতে পারে না। আমি নিজেও ধর্মে বিশ্বাসী। মুহাম্মদ (সাঃ) বলেছেন, তোমরা অন্যের ধর্মকে নিয়ে গালি দিও না, যুদ্ধে কোনো উপাসনালয়ে হামলা করো না। নারী, শিশু, বৃদ্ধকে হত্যা করো না, ফসলের ক্ষেত নষ্ট করো না। কিন্তু দেখা যায়, ’৭১-এর মহাযুদ্ধে পাকিস্তানি ও তাদের দোসর রাজাকাররা ভিন্নধর্মীদের হত্যা করেছে, উপাসনালয় ধ্বংস করেছে, নারী-শিশুদের হত্যা করেছে, নির্যাতন চালিয়েছে। তারা বর্বর জানোয়ার, তারা দানব।
তথ্যমন্ত্রী কতিপয় বুদ্ধিজীবীদের উদ্দেশ্য করে বলেন, ক্ষমতা বুঝো, পোড়া মানুষের যন্ত্রণা বুঝো না? ক্ষমতা বুঝো, নির্যাতিত মানুষের আর্তনাদ শুনতে পাও না? এই আগুন সন্ত্রাসীদের নেত্রী বেগম জিয়া ও তার ছেলে তারেক। এদেরকে বাংলাদেশের ঘর থেকে বিতাড়িত করতে হবে। তবেই আমাদের ধর্ম ও উপাসনালয় রক্ষা পাবে।
উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের বলেন, হাজার বছর ধরে আমরা আমাদের ধর্মীয় কৃষ্টি কালচার অনুসরণ করে আসছি। আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত। কোনো দুর্যোগ আমাদের এই এগিয়ে চলা রোধ করতে পারবে না।
সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পশ্চিমবঙ্গের শ্রী হেমেন্দু বিকাশ চৌধুরী, ডিভাইন ম্যাসেঞ্জার মিসেস ভাসুলা রাইডেন। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন- স্বপন বড়ূয়া চৌধুরী, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক অশোক বড়ূয়া, অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ূয়া ও বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের নির্বাহী সভাপতি নেত্রসেন বড়ূয়া। প্রবন্ধ পাঠ করেন, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুগ্ম মহাসচিব ড. বিকিরণ প্রসাদ বড়ূয়া।
আরএস/পিআর