সিটি নির্বাচনে খালেদার মনোভাব ইতিবাচক : এমাজউদ্দিন
সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোভাব ইতিবাচক বলে জানিয়েছেন রাষ্ট্র বিজ্ঞানী ড. এমাজ উদ্দিন আহমেদ। শুক্রবার রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদেরকে এ কথা জানান।
খালেদা জিয়ার বরাত দিয়ে তিনি বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। যে কোন নির্বাচনে অংশ নেয়ার জন্য বিএনপি প্রস্তুত। তবে সিটি নির্বাচনে অংশ নেবেন কিনা ২০ দলের সঙ্গে বৈঠকের পর তা আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।
তিনি আরো জানান, সুষ্ঠ নির্বাচনের নিশ্চয়তা সরকারের উপর নির্ভর করে। এ ক্ষেত্রে নির্বাচনে যদি বিএনপি অংশ নেয় তাহলে চলমান আন্দোলনের রুপ পাল্টাতে পারে।
ড. এমাজ উদ্দিন জানান, বিএনপি নেতা সালাহ উদ্দিনকে এখনো খুজে না পাওয়ায় মর্মাহত খালেদা জিয়া। তবে সিটি নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন তিনি।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে যান পেশাজীবীদের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে আরো ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক ড. মাহফুজ উল্লাহ, প্রফেসর আ ফ ম ইউসুফ হায়দার, তাহমিনা আক্তার পপি, প্রফেসর মামুন হোসেন ও ডিইউজে’র সভাপতি কবি আব্দুল হাই শিকদার।
এমএম/এএইচ/পিআর