মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মান্না
মঙ্গলবার টানা তৃতীয় দিনের মত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদ প্রার্থীরা। এ দিন মেয়র পদে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার ব্যক্তিগত কর্মকর্তা।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, গত দুই দিনে সিটি কর্পোরেশনে এখন পর্যন্ত মোট ১৫ জন মেয়র পদ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
আগামী ২৯ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের দিন ধার্য করা আছে কমিশনের পক্ষ থেকে।
বিএ/আরআইপি