সালাহ উদ্দিন নিখোঁজে সরকার জড়িত : শওকত মাহমুদ


প্রকাশিত: ১০:২৬ এএম, ৩০ মার্চ ২০১৫

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের নিখোঁজের ঘটনায় সরকার জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ। সোমবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বাসায় সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

তিনি আরো বলেন, নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করা সরকার ও তার আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। এর জন্য তাদের (সরকার) জবাবদিহি করতে হবে।

এ সময় সালাহ উদ্দিনের স্ত্রী সাবেক সাংসদ হাসিনা আহমেদ  স্বামী সালাহ উদ্দিন আহমেদকে  অক্ষত অবস্থায় ফিরে পেতে প্রধানমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চান।

রুহুল আমিন গাজী, ডা. এ কে এম আজিজুল হক, কাদের গনি চৌধুরী, প্রকৌশলী হারুন অর রশিদসহ পেশাজীবী নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।