পল্টনে কোকোর দোয়া মাহফিল শুক্রবার
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার বাদ আসর এ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার দলের নয়াপল্টন অফিসের কর্মকর্তা রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দোয়া মাহফিলে সকলকে আসার আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি বাংলাদেশ সময় শনিবার দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁয়তাল্লিশ বছর।
এমএম/এএইচ/বিএ/আরআই