বিকেলে নয়াপল্টনে, সন্ধ্যায় গুলশানে বিএনপির সংবাদ সম্মেলন


প্রকাশিত: ০৮:১৭ এএম, ১৮ এপ্রিল ২০১৫

জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয় নয়াপল্টনে এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। শনিবার বিকেল ৩টায় দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

অপরদিকে, বিকেল ৫টায় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সিটি নির্বাচন নিয়ে কথা বলবেন।

নয়াপল্টন কার্যালয়ের কর্মকর্তা রেজাউল করিম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এমএম/এএইচ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।