খালেদার গাড়ি বহরে হামলা : মালয়েশিয়ায় যুবদলের প্রতিবাদ সভা
ঢাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে মালয়েশিয়ায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় কুয়ালালামপুরস্থ আমপাং পয়েন্টে হাজী শিকদার হোটেলের হলরুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাহাঙ্গীর আলম রনির সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপি নেতা মাহবুব আলম শাহ, শামীম হোসেন কামাল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু ইমান আলী হানিফ, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম মুরাদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুর রহমান শান্ত, মো. সাইফুল ইসলাম, মো. ইউনুস আলী প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আওয়ামী সরকারের স্বৈরাচারী আচরণে পুরোপুরি বোঝা যায় নির্বাচন সুষ্ঠু হবে না। তারা জোরপূর্বক নির্বাচিত হবে।
প্রশাসনের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বক্তারা আরও বলেন, এখনও সময় আছে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর হামলাকারী অবৈধ আওয়ামী সরকারের গুণ্ডাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় দেশব্যাপী বিশৃঙ্খলার দায়-দায়িত্ব প্রশাসনকে নিতে হবে।
এসএস/এএইচ/এমএস