ভোট চাইতে পুরান ঢাকায় আফরোজা আব্বাস


প্রকাশিত: ০৪:১৪ এএম, ২১ এপ্রিল ২০১৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা ১৫ মিনিটে তিনি পুরান ঢাকায় নির্বাচনী প্রচারের কাজ শুরু করেন।
 
পুরান ঢাকার হোসনী দালানের সামনে থেকে প্রচারণা শুরু করেন আফরোজা। এ সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল আফরোজার সঙ্গে অংশ নেয়।

আদর্শ ঢাকা আন্দোলন সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস মূলত আত্মগোপনে রয়েছেন। হাইকোর্টের মামলার রায় আজ (মঙ্গলবার) তার পক্ষে আসলে তিনি নির্বাচনী প্রচারে অংশ নিতে পারে বলে জানা গেছে।

এমএম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।