মিরপুরে নির্বচনী প্রচারে তাবিথ


প্রকাশিত: ০৪:২৪ এএম, ২১ এপ্রিল ২০১৫

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আদর্শ ঢাকা আন্দোলনের মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল রাজধানীর মিরপুর এলাকায় নির্বাচনী প্রচার শুরু করেছেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে তিনি এ প্রচারণা শুরু করেন।

জানা গেছে, এদিন মিরপুর ১০ নম্বর সেকশন পানির ট্যাংকির পাশে তরুণ সেচ্ছাসেবীদের সঙ্গে সামাজিক কর্মকাণ্ডে অংশ নেবেন তাবিথ। এরপর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত আদাবর সম্পা মার্কেট থেকে শুরু করবেন প্রচার ( ৩০ নম্বর ওয়ার্ড)। দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত তিনি শ্যামলী ২ নম্বর রোড থেকে শুরু করে ২৮ নম্বর ওয়ার্ডে প্রচার চালাবেন।

দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত কাজীপাড়া জামে মসজিদ থেকে শুরু করে ১৪ নম্বর ওয়ার্ড ঘুরে ভোট চাইবেন তাবিথ। সাড়ে তিনটা পর্যন্ত মিরপুরের ১৩ নম্বর সেকশনে ৪ নম্বর ওয়ার্ড ঘুরবেন। এরপর মিরপুরের ১৪ নম্বর সেকশন ডেন্টাল কলেজে (ওয়ার্ড-১৫) গণসংযোগ করবেন তাবিথ আউয়াল।

এছাড়া আজ তার মা নাসরিন ফাতেমা আউয়াল ছেলের পক্ষে খিলগাঁও চৌধুরীপাড়ার পল্লীমা সংসদ থেকে নির্বাচনী প্রচার করবেন।

এমএম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।