খালেদার গাড়িবহরে হামলা, মামলা করলো আওয়ামী লীগ নেতা


প্রকাশিত: ০৫:০৩ এএম, ২১ এপ্রিল ২০১৫

রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মামলা করেছেন আওয়ামী লীগ।

বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ কর্মকর্তা ও বিএনপি নেতা-কর্মীদের আসামি করে এই মামলা দায়ের করেছেন ঢাকা মহানগরের ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক জিল্লু।

সোমবার রাত ১১টায় তিনি তেজগাঁও থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাজহারুল ইসলাম।

তিনি জানান, মারামারি, হত্যার উদ্দেশ্যে গুরুতর আঘাত, ভয়ভীতি, হুমকি অবৈধভাবে সমাবেশ করাসহ নিজেদের কর্মীর ওপর হামলার অভিযোগ এনে তিনি মামলাটি দায়ের করেন। মামলায় সিএসএফ কর্মকর্তাসহ অজ্ঞাত ১০০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার বিকেল ৬টার দিকে কারওয়ান বাজারে গণসংযোগের সময় খালেদা জিয়ার গাড়িবহরকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে দুর্বৃত্তরা। এক পর্যায়ে লাঠিসোটা দিয়ে বহরের পেছনের কয়েকটি গাড়ি ভাঙচুর করে। তবে খালেদা জিয়া ও তাকে বহনকারী গাড়ির কোনো ক্ষতি হয়নি।

জেইউ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।