তেজগাঁও থানায় এজাহার জমা দিলেন বিএনপির আইনজীবীরা


প্রকাশিত: ০৫:২৯ এএম, ২১ এপ্রিল ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে অতর্কিত হামলার প্রতিবাদে তেজগাঁও থানায় এজাহার জমা দিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা। মঙ্গলবার বেলা ১১ টায় তারা এ এজাহার জমা দেন।

অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জাগোনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাড়িবহরে হামলার ঘটনায় মামলা করেত সকালে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারসহ কয়েকজন আইনজীবী মিলে তেজগাঁও থানায় যাওয়া হয়। তবে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থানায় উপস্থিত না থাকায় তার জন্য অপেক্ষা করা হয়। বেলা ১১টা পর্যন্ত তিনি থানায় না আসায় ডিউটি অফিসার রমজান আলীর কাছে এজাহার দিয়ে থানা থেকে বেরিয়ে আসি।
 
উল্লেখ্য, সোমবার বিকেলে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত ও কয়েকটি গাড়ি ভাংচুর হয়।  

## তেজগাঁও থানায় বিএনপির আইনজীবীরা

এমএম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।