সরকার উন্মাদ হয়ে আমার ওপর গুলি চালিয়েছে : খালেদা
সিটি কর্পােরেমন নির্বাচনে বিএনপির পক্ষে গণজোয়ার দেখে সরকার উন্মাদ হয়ে গাড়িবহরে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। টানা চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচারণায় নেমে মঙ্গলবার রাতে রাজধানীর শান্তিনগরে এক পথসভায় একথা বলেন তিনি।
খালেদা জিয়া বলেন, সিটি নির্বাচনে নেমে বিএনপির পক্ষে ব্যাপক গণসমর্থন পেয়েছি। হত্যাকারী সরকার ভেবেছিল বিএনপি সিটি নির্বাচনে আসবে না; তারা তাদের পছন্দের ব্যক্তিকে ক্ষমতায় বসাতে পারবে।
তিনি বলেন, সিটি নির্বাচনে ব্যাপক গণসমর্থন দেখে সরকার উন্মাদ হয়ে আমার গাড়িতে হামলা চালিয়েছে। প্রাণনাশের জন্য গুলি চালিয়েছে। এখনো গুলির দাগ ও চিহ্ন আছে।
খালেদা জিয়া আরও বলেন, ঢাকা আজ নোংরা আর আর আবর্জনার শহর। নারী নির্যাতন এখন প্রতিদিনের ঘটনা। মা-বোনদের বলতে চাই এখনই সতর্ক হন তাহলে নিরাপত্তা পাবেন। এ জন্য তিনি মির্জা আব্বাসকে ভোট দেয়ার অনুরোধ জানান।
আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় খালেদা জিয়া আওয়ামী লীগ ও যুবলীগকে দায়ী করেন। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে আহ্বান জানান। জনগণের উদ্দেশে তিনি বলেন, যদি আবর্জনা ও সন্ত্রাসমুক্ত শান্তির শহর চান তাহলে মির্জা আব্বাসকে ‘মগ’ মার্কায় ভোট দিন।
এমএম/বিএ/আরআইপি