নির্বাচনের সময় কাউকে গ্রেফতার না করার দাবি বিএনপির
ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির কোনো প্রার্থীকে গ্রেফতার না করার অনুরোধ জানিয়েছে বিএনপি। এছাড়া সেনা মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার দাবি জানিয়েছে দলটি।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাত করে সাংবাদিকদের একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এসময় বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রিপরিষদ সচিব আবদুল হালিম উপস্থিত ছিলেন।
মওদুদ আহমদ বলেন, কারো নামে যদি মামলাও থাকে তবুও নির্বাচনের এ কয়দিন গ্রেফতার না করার জন্য অনুরোধ করছি। তিনি বলেন, সেনা মোতায়েনের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তবে তাদের যদি ম্যাজিস্ট্রেসি (বিচারিক) ক্ষমতা না দেওয়া হয় তাহলে যে উদ্দেশ্যে মোতায়েন করা হচ্ছে তা সফল হবে না।
তিনি জানান, সিইসির কাছে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরে হামলার প্রতিকারসহ ১২ দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে `সরকারদলীয় অনুগত` আইন-শৃঙ্খল বাহিনীর সদস্যদের নির্বাচনের আগে বদলি, `দলীয় বিবেচনা`য় পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসার নিয়োগ না দেওয়া, নির্বাচনের আগে নির্বাচন সংশ্লিষ্ট বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার না করা, সকল প্রার্থীকে নিয়ে ঝুকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ, প্রত্যেক কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগ ইত্যাদি।
মওদুদ বলেন, আমাদের কিছু দাবির ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন সিইসি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন।
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে সিইসি কী বলেছেন জানতে চাইলে তিনি মওদুদ আরও বলেন, সিইসি জানিয়েছন তিনি নিজেই বিষয়টি দেখছেন।
এইচএচ/বিএ/আরআইপি