হামলার ঘটনায় সমবেদনা জানাতে খালেদার বাসায় তাবিথ


প্রকাশিত: ০৭:১০ পিএম, ২১ এপ্রিল ২০১৫

কারওয়ানবাজারে হামলার ঘটনায় সমবেদনা জানাতে সোমবার রাতে খালেদা জিয়ার বাসায় গিয়েছিলেন ঢাকা উত্তরের ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে তাবিথ আউয়ালের জন্য ভোট চাইতে গিয়েই হামলার শিকার হয়েছিলেন খালেদা জিয়া। সরকার সমর্থকরা লাঠিসোটা ও রড নিয়ে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায়। এক পর্যায়ে খালেদা জিয়াকে লক্ষ্য করে গুলিও ছোঁড়া হয়। কিন্তু বুলেটপ্রুফ গাড়ি হওয়ায় গুলি লাগেনি।

তাবিথ আউয়াল সোমবার (২০ এপ্রিল) রাত ১০টা ৪০ মিনিটে খালেদার গুলশানের বাসায় এসে ১১টার দিকে বেরিয়ে যান।
এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য জেবা খান।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তারা খালেদার সঙ্গে আলোচনা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।