ভূমিকম্পের মাঝেও নির্বাচনী প্রচারণা!


প্রকাশিত: ০৮:১২ এএম, ২৫ এপ্রিল ২০১৫

একদিকে ভূমিকম্পের ভয়াবহতা থেকে বাঁচার যুদ্ধ, অন্যদিকে এ রকম পরিস্থিতিতেও ভোট চাওয়ার লড়াই। ভূমিকম্পের কম্পন যেন থামাতে পারেনি এক শ্রেণির প্রার্থীদের সমর্থকদেরকে।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করে ভূমিকম্প অনুভূত হয়। এ সময় রাজধানীর বিভিন্ন ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। ভবন থেকে নামতে গিয়ে আহতও হয়েছেন প্রায় শতাধিক।

এদিকে ভূমিকম্পের আতঙ্কে যখন মানুষ চারদিকে ছুটাছুটি করছেন তখনও পুরোদমে চলছে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচার। একটি মুহূর্তের জন্যও নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের প্রচার থামেনি।

সরেজমিনে দেখা গেছে, ভূমিকম্পটি অনুভূত হওয়ার পর রাজধানীর রামপুরা এলাকায় যখন মানুষ বহুতল ভবন থেকে তাড়াহুড়া করে নিরাপদে আশ্রয় নেয়ার কাজে ব্যস্ত। তখনও কয়েকজন প্রার্থীর সমর্থকরা প্রচারপত্র বিলি করেছেন। মাইকে ঊচ্চস্বরে বিভিন্ন গান-নৃত্য পরিবেশন করে প্রার্থীদের জন্য ভোট চাইছেন।

এছাড়া ভূমিকম্পের কম্পন অনুভূতির সময় মানুষ যখন বহুতল ভবনের নিচে এসে নিরাপদে আশ্রয়ের স্থান খুঁজছেন তখনও বাড্ডা এলাকায় একজন কাউন্সিলের পক্ষে কয়েকজন যুবক ভোট চাওয়ার আকুতি জানান।

এমএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।