প্রচারে নামছেন না খালেদা জিয়া
সিটি কর্পোরেশন নিবাচনে দলীয় প্রার্থীদের পক্ষে ভোট চাইতে শনিবার নির্বাচনী প্রচারে নামছেন না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ব্যক্তিগত ও দলীয় কাজ থাকায় তিনি প্রচার না নামার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকতা শায়রুল কবির খান জাগাে নিউজকে জানিয়েছেন, আজ (শনিবার) ব্যক্তিগত ও দলীয় কিছু কাজ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পাশাপাশি আবহাওয়াও খারাপ। তাই তিনি নির্বাচনী প্রচারে বের হবেন না।
এদিকে শুক্রবার নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আচরণবিধি অনুসারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গাড়িবহর নিয়ে নির্বাচনী প্রচার চালাতে পারবেন না। ইসি এ বিষয়ে নির্দেশনা দিয়ে ঢাকার দুই সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছে। এ নির্দেশনা দিয়ে একটি চিঠি খালেদা জিয়ার কাছেও পাঠানো হবে বলে কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এছাড়া সর্বশেষ গত বুধবার রাজধানীর বাংলামোটর এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়। ছাত্রলীগের কয়েকজন নেতাকে হামলায় অংশ নিতে দেখা যায়। ওই দিনের হামলায় খালেদার গাড়ির বাম পাশের পেছনের দিকের কাচ ভেঙে যায়। এ সময় তিনি গাড়িতে পেছনের সারির আগের সারিতে বসে ছিলেন। তার নিজস্ব নিরাপত্তা কর্মীদের গাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ কাইয়ূম ও ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা সামিউল হক আহত হন।
এর আগের দিন মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ফকিরাপুলে গণসংযোগ শেষে নয়াপল্টনের দিকে আসার পথে কাঁচা বাজারসংলগ্ন এলাকায় সরকার-সমর্থকদের হামলার শিকার হয় খালেদা জিয়ার গাড়িবহর।
এছাড়া এর আগের দিন সোমবারও প্রচারে নেমে কারওয়ান বাজারে খালেদা জিয়ার পথসভা ও গাড়িবহর সরকার-সমর্থক নেতা-কর্মীদের হামলার শিকার হয়। ওই দিন তার দুটি গাড়ি ও ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের তিনটি গাড়ি ভাঙচুর করা হয়।
এমএম/আরএস/আরআই