রোববার সংবাদ সম্মেলন ডেকেছেন খালেদা জিয়া
গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার দুপুর ২টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। শনিবার বিকেলে চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতির গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামের তিনটি সিটি কর্পোরেশনের নির্বাচনী বিষয়াদি নিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশবাসীর উদ্দেশে এ সংবাদ-সম্মেলনে বক্তব্য রাখবেন।
এদিকে আসন্ন সিটি নির্বাচনের দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচার চালাতে টানা তিন দিন হামলার শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া। এদিকে গতকাল শুক্রবার নির্বাচন কমিশন থেকেও গাড়ি বহর নিয়ে রাজধানীর মত ব্যস্ততম শহরে নির্বাচনী প্রচার না চালাতে চিঠি দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে এ সকল বিষয় নিয়েই রোববার কথা বলবেন খালেদা জিয়া।
এমএম/আরএস/আরআই