‘সরকার ষড়যন্ত্র করে মান্নাকে বন্দি রেখেছে’


প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১০ মে ২০১৫

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে সরকার ষড়যন্ত্রমূলকভাবে কারাগারে বন্দী করে রেখেছে বলে অভিযোগ করেছেন নাগরিক ছাত্র ঐক্য। রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে আয়েজিত এক মানববন্ধনে বক্তারা এ অভিযোগ করেন।

বক্তারা বলেন, ‘মান্না যখন দেশের সংকটাবস্থা রোধে সুস্থ রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার লক্ষে কাজ শুরু করেছেন তখন সরকার তাকে ষড়যন্ত্রমূলকভাবে কারাগারে বন্দী করে রেখেছে। এমন কি অসুস্থ মান্নাকে সঠিক চিকিৎসাও দেয়া হচ্ছেনা।

মাহমুদুর রহমান মান্নাকে মুক্তি না দিলে জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে বলেও হুঁশিয়ারী উচ্চারণ করেন তারা।

সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, সদস্যসচিব মুঈদ হাসান তরিৎ, সদস্য শরিফ আকন্দ, রাজশাহী জেলা সদস্য ই জেড প্রিন্স প্রমুখ।

এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।